Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০২২

২৭ অক্টোবর ২৯ তম বিসিএস (কর) ক্যাডারের উপ কর কমিশনারগণের সঞ্জীবনী প্রশিক্ষণ ২০২২ (DRC-928) কোর্সের সমাপনী অনুষ্ঠান।


প্রকাশন তারিখ : 2022-10-30

২৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে বিসিএস (কর) একাডেমিতে ২৮তম বিসিএস (কর) ক্যাডারের উপ কর কমিশনারগণের সঞ্জীবনী প্রশিক্ষণ ২০২২ (DRC-928) কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত সাবেক মুখ্য সচিব, সাবেক মুখ্য সমন্বয়ক (SDG) এবং Climate Vulnerable Forum (VFC) এর বিশেষ দূত জনাব মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথির আসন অলংকৃত করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা ) জনাব মোহাম্মদ জাহিদ হাছান বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব এম এম ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিসিএস (কর) একাডেমির উপ পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে আয়কর বিভাগের মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।