গত ২৭.০১.২০২১ খ্রিঃ তারিখ এ টিআইএনবিহীন কোম্পানী এবং ননফাইলার কোম্পানীসমূহের কর পরিপালন নিশ্চিতকরণ বিষয়ক কর্পোরেট কমপ্লায়েন্স ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত ওয়ার্কশপ এ অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন কর অঞ্চলের উপ-করকমিশনারগণ । গত ১১.০১.২০২১ খ্রিঃ তারিখ এ উক্ত ওয়ার্কশপটি উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আলমগীর হোসেন, সদস্য(কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড,ঢাকা ও সভাপতিত্ব করেছিলেন জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, মহাপরিচালক, বিসিএস (কর) একাডেমী । এছাড়াও উপস্থিত ছিলেন বিসিএস (কর) একাডেমীর অন্যান্য কর্মকর্তাগণ।